ntrca result দেখার সহজ পদ্ধতি
ntrca result দেখার সহজ পদ্ধতি হয়তো অনেকেরই জানা নাই । তাই কিভাবে সহজে আপনি ntrca result দেখতে পারেন সেটার নিয়ম বলে দেব ।
আপনি যদি ntrca exam দিয়ে থাকেন । আপনার এক্সাম যদি ভাল হয় আর ফলাফল যদি পজিটিভে হয় তাহলে আগে অবশ্যই আপনার ফোন এ একটা SMS আসবে । সেখানে বিস্তারিত লেখা থাকবে । যদি আপনার SMS না আসে তাহলে মনে করবেন না যে আপনার ফলাফল পজিটিভ না? যদি SMS না আসে তাহলে যা যা করবেন ।
যদি আপনার ফোনে SMS না আসে তাহলে ভাবার দরকার নাই যে আপনি চাঞ্জ পান নাই । আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার রেজাল্ট । আপনার কাছে যদি কম্পিউটার, ল্যাপটপ অথবা Android ফোন আর সাথে ইন্টারনেট থাকে তাহলে রেজাল্ট আপনার হাতের মুঠোয় । আমি নিচে বিস্তারিত দেখিয়ে দেব আপনি অনুসরণ করে খুব সহজে ntrca result দেখতে পারবেন । চলুন দেখে ফেলি কিভাবে বের করবেন ।
প্রথমেই নিচের ntrca result দেখার ওয়েবসাইট এ ক্লিক করুন ।
আপনি যদি ntrca result দেখার ওয়েবসাইট এ লগইন করে থাকেন তাহলে নিচের ছবির মত একটা ওয়েবপেজ পাবেন। সেখানে আপনার রোল নাম্বার আর এক্সাম টাইপ সিলেক্ট করে সাবমিট এ ক্লিক করুন।

আপনার সকল প্রসেস শেষ করার পর আপনি যখন সাবমিট এ ক্লিক করবেন তারপর যদি আপনাকে Congratulations জানায় তাহলে আপনার রেজাল্ট পজিটিভ অর্থাৎ আপনি টিকে গেছেন। আর যদি Congratulations না জানায় তাহলে লেখা উঠবে ( Sorry you are not qualified )